বুধবার সকালে একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছাবেন ঝাও। ওই দিনই আবার রাজধানী ছাড়বেন তিনি।
স্বল্প সময়ের এ সফরে আইটিইউ মহাসচিব জনতা টাওয়ার সফটওয়ার পার্কে ১০ স্টার্টআপ কোম্পানিকে ফ্লোর বরাদ্দ দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবরটি নিশ্চিত করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক থাকবেন। এর আগেও কয়েকবার ঢাকা সফর করেন চীনা নাগরিক ঝাও।
সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণায় সব সময় সহযোগিতা করে আসছেন ইউনিয়নের এ কর্তাব্যক্তি।