বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। ঢাকায় নেমেই বিমান বন্দর থেকে সোজা হোটেলে চলে যান তিনি।
ওয়ালশের দায়িত্ব নেওয়ার খবরটি গত বৃহস্পতিবার আলাদা বিবৃতিতে নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও বিসিবি। কিংবদন্তি এই পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।
গত মে মাসে হিথ স্ট্রিক বোলিং কোচের পদ ছেড়ে দেওয়ার পর থেকে শূন্য ছিলো এই পদ। তারপর থেকে আকিব জাভেদ, অ্যালান ডোনাল্ড, চামিন্দা ভাসসহ অনেক সাবেক বোলারের নাম এসেছে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে; কিন্তু চূড়ান্ত হলেন ওয়ালশ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোচিং স্টাফে দ্বিতীয় ক্যারিবিয়ান ওয়ালশ। এর আগে নব্বই দশকের শেষে প্রধান কোচ ছিলেন কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজ। আর ২০০১ সালে স্বল্প সময়ের জন্য এখানে কাজ করে গেছেন আরেক গ্রেট ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস।