আগামী দিনগুলোতে তথ্যপ্রযুক্তির কাজে উপযুক্ত লোকের অভাবে পদ খালি থাকবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তার শুরুটা অবশ্য এখনই দেখা যাচ্ছে। চলতি বছরে কোন কোন দক্ষতার তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের চাহিদা সবচেয়ে বেশি হবে তা নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করেছে চিকিৎসা খাতে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান মরগ্যান হান্টার হেলথ কেয়ার ইনকরপোরেটেড। জরিপে মূলত পশ্চিমা দেশগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে বাংলাদেশেও চিত্রটা একই।