তাইওয়ানে পোকেমন গো খেলায় তিন শতাধিক ড্রাইভারের জরিমানা
তাইওয়ানে মোবাইলে পোকেমন গো খেলার জন্যে প্রায় সাড়ে তিনশ ড্রাইভারকে জরিমানা করা হয়েছে। তাইওয়ানে গেমটি শনিবার চালু হয়। কিন্তু এর পর পরই একজনের পা ভাঙার খবর প্রকাশিত হয়।
এছাড়া জাদুঘরে গেমটি নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে বিশ্বের নির্বাচিত কিছু দেশে গেমসের অ্যাপটি চালু হয়। এরপর এটি নিয়ে বিশ্বজুড়ে বেশ হৈ চৈ শুরু হয়। জাতীয় পুলিশ সংস্থা বলছে, তাইওয়ানে মোট ৩৪৯ জনকে জরিমানা করা হয়েছে। এদের অধিকাংশই মটরসাইকেল চালক।
মানুষজনকে আরো কর্মঠ হওয়ার দিকে ঠেলে দেওয়ার জন্যে অ্যাপটি প্রশংসিত হলেও এর খেলোয়াড়দের সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফোনে এই অ্যাপ ব্যবহার অবস্থায় ধরা পড়ায় ড্রাইভারদের ৯৫ ডলার করে জরিমানা গুনতে হচ্ছে।
অ্যাপল ডেইলির খবরে বলা হয়েছে, নিউ তাইপে সিটিতে ২০ বছর বয়সী এক তরুণ ফোন দেখতে গিয়ে মটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলে। এদিকে তাইপে’র জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ তাদের প্রদর্শনী হলে পোকেমন গো খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এএফপি।