দেশের বাজারে বড় স্ক্রিনের ‘মটো ই৫ প্লাস’ মডেলের স্মার্টফোন এনেছে মটোরোলা। ৬ ইঞ্চি মাপের ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম। ফোনটির ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের। এতে দ্রুত চার্জিং প্রযুক্তি রয়েছে।
দেশে মটোরোলা ফোনের পরিবেশক স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, মটোরোলার নতুন স্মার্টফোনটির পেছনে ১২ মেগাপিক্সেলের লেজার অটোফোকাস ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হালকা-পাতলা ফোনটির সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইটসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটির দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে সর্বনিম্ন ২ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে।
মটোরোলা বর্তমানে লেনোভোর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দীর্ঘ ১০ বছর বিরতি দিয়ে বাংলাদেশের বাজারে নতুন করে যাত্রা শুরু করেছে মটোরোলা।