স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বাজে বছর পার করার পর বিভাগটিকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সনি। নতুন বছরে এই বিভাগ নিয়ে নতুন কৌশলে এগোনোর চেষ্টা করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটি।
সনি মোবাইলের প্রচারণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডন মেসা বলেন, ‘আমরা অনেক পরিবর্তন আনতে যাচ্ছি। আমাদের ব্যবসার প্রতিটি বিষয়ই এর মধ্যে পড়বে।’ এবার সনি মোবাইলের উন্নয়ন বিভাগের প্রধান হবেন কিমিও মাকি। প্রতিষ্ঠানের সফল ক্যামেরা বিভাগ থেকে আসছেন তিনি। সনিকে শীর্ষস্থানীয় ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান বানাতে যারা কাজ করেছেন তার একজন হলেন মাকি।
‘আমরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এমডব্লিউসিতে পণ্যের ঘোষণা দেব। আমরা সেখানে যা উপস্থাপন করব তা আসলে আমরা যে দিকে এগোচ্ছি তা দেখানোর প্রথম ধাপ’ যোগ করেন মেসা।
সনি মোবাইলকে নতুনভাবে সাজানো হলেও গ্রাহক খুব বেশি পরিবর্তন আশা করতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ২০১৯ সালের এমডব্লিউসিতে নতুন ডিভাইস আনার ছয় মাস পর আইএফএতে এই লাইন-আপের আপডেট আনা হবে বলেও ধারণা করা হচ্ছে