ঘরের নিরাপত্তায় গুগলের সহযোগী প্রতিষ্ঠান ‘নেস্ট ল্যাব’-এর তৈরি নিরাপত্তা ক্যামেরা বসিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরিজোনার অধিবাসী অ্যান্ডি গ্রেগ। ইন্টারনেটযুক্ত ক্যামেরাটিতে অডিও-ভিডিও ধারণের পাশাপাশি আগন্তুকের সঙ্গে কথা বলার জন্য স্পিকারও রয়েছে। হঠাৎ সেই ক্যামেরার স্পিকারে শোনা গেল অপরিচিত ব্যক্তির কণ্ঠস্বর। প্রথমে চমকে ওঠেন অ্যান্ডি, কিন্তু তাঁকে আস্বস্ত করে সেই ব্যক্তি জানান, তিনি একজন নিরাপত্তা গবেষক ও হ্যাকার। থাকেন কানাডার ক্যালগারিতে। তথ্য চুরি বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিরাপত্তা ক্যামেরার প্রযুক্তি সহজেই হ্যাক করা যায়—জানাতেই হ্যাক করা হয়েছে অ্যান্ডির ক্যামেরা। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ক্যামেরার পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শও দেন তিনি।