চীন ও ফ্রান্সের একটি সম্ভাব্য যৌথ পরমাণু প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চীনের পূর্বাঞ্চলে কয়েক হাজার লোক রাস্তায় নেমেছে। নিষেধ উপেক্ষা করে লোকজন বিক্ষোভ দেখালেও বিক্ষোভকারীদের পেটানোর কথা অস্বীকার করেছে পুলিশ।
তেজস্ক্রিয় বর্জ্য শোধনাগার জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে এমন ধারনা থেকে লিয়াংগাংয়ের কয়েক হাজার বাসিন্দা সরকারি অফিসগুলোর বাইরে স্লোগান দেয়। লিয়াংগাং সাংহাই থেকে ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) উত্তরে অবস্থিত।
হোটেলের এক কর্মী টেলিফোনে বলেছে, ‘কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে যোগ দেয়।’ জু নামে স্থানীয় অপর এক ব্যক্তি বলেন, ‘পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।’
ফরাসী পরমাণু জ্বালানি সংস্থা আরেভা ২০১২ সালে সুনির্দিষ্ট কোনো স্থানের কথা উল্লেখ না করে চীনে একটি পরমাণু বর্জ্য পরিশোধন কেন্দ্র নির্মাণে রাষ্ট্রীয় কোম্পানি চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি)-কে সহযোগিতা করতে সম্মত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, জিয়াংসু প্রদেশে অবস্থিত বন্দর নগরী লিয়ানইয়ুংগাংয়ের কাছে সিএনএনসি একটি বৃহৎ পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণ করছে। তাই এই স্থানে বর্জ্য শোধনাগারটি নির্মিত হওয়ার সম্ভাবনাই বেশি।
বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলায় এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগর পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। -এএফপি