বিশ্বের জনপ্রিয় অনলাইন অর্থ আদান-প্রদান গেটওয়ে পেপ্যাল বাংলাদেশে চালুর বিষয়ে সম্প্রতি চুক্তি হয়েছে সোনালী ব্যাংকের সঙ্গে। তারপর থেকেই সব মহলে গুঞ্জন- কী হবে, কী পেতে যাচ্ছি, কী পরিবর্তন আসবে? ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং বা ই-কমার্স কিংবা অন্য ক্ষেত্রে কী হবে?
খাতসংশ্লিষ্টরা ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, একটি দৃশ্যমান পরিবর্তন আসবে দেশের ফ্রিল্যাসিং ও আউটসোর্সিং খাতে। আর এ পরিবর্তন দেশের সামগ্রিক তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রভাব ফেলবে।
বছরের পর বছর হতে ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং খাতের সংশ্লিষ্টরা পেপ্যালের দাবি জানিয়ে আসছিলেন। বিপরীতে পেপ্যালের বাংলাদেশে কার্যক্রম শুরু করা নিয়ে এতদিন শুধু আশ্বাস পেয়েছেন তারা। কিন্তু তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলক দায়িত্ব নেয়ার পর পেপ্যালকে অানতে নানাবিধ উদ্যোগ নিতে থাকেন তিনি। যেখানে বিষয়টি সরাসরি দেখভাল করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অবশেষে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ অ্যসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে বলেন, দেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল নিয়ে আসা সরকারের একটি চমৎকার উদ্যোগ। পেপ্যাল আসলে অবশ্যই আমাদের দেশের প্রযুক্তির নানা ব্যবসা আরও সমৃদ্ধ হবে। আউটসোর্সিং আয় বাড়বে, ই-কমার্সের প্রসার হবে।
তবে পেপ্যাল দেশে কাজ শুরু করলে কোনো গণ্ডির মধ্যে আটকে না রাখার কথাও বলেন প্রবীণ এই তথ্যপ্রযুক্তিবিদ।