প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মার চরে হাইটেক পার্ক হবে: পলক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাদারীপুর জেলার শিবচরের পদ্মার চরে হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘পদ্মার চরের এই হাইটেক পার্কে সারাবিশ্বের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এসে তথ্যপ্রযুক্তি নিয়ে গবেষণা করবেন।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যত্ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে সারাদেশে ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৪ কোটি ২৭ হাজার শিক্ষার্থীদের জন্য সাড়ে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়াও শিগগিরই আরো ১৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।