ওয়ালটন ‘প্রিমো এন৩’ মডেলের নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ৬ ইঞ্চির আইপিএস এইচডি প্রযুক্তির ডিসপ্লে ফোনটির বিশেষত্ব বলে বলছে ওয়ালটন।ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ৫ ইঞ্চির বড় কিন্তু ৭ ইঞ্চির ছোট পর্দার স্মার্টফোনকে ফ্যাবলেট বলে। এতে ভিডিও দেখায় বাড়তি সুবিধা পাওয়া যাবে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম ও ১৬ জিবি অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি ও থ্রিজি ফরম্যাট। এতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েডের নোগাট ৭.০ সংস্করণ।ফোনটি কালো, সোনালি ও কফি-এই তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে মাত্র ১০ হাজার ২৯০ টাকা।