প্রোগ্রামারদের জন্য অ্যাপল (Apple)-এর স্কুল
তালির নেপলস-এ ‘আইওএস ডেভেলপমেন্ট সেন্টার’ নামে প্রোগ্রামারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল (Apple)।
চলতি বছর জানুয়ারিতে দেশটির সরকারের সঙ্গে একটি কর চুক্তির পর, ছয়শ’ জন প্রোগ্রামারকে প্রশিক্ষণ দিতে সক্ষম এই স্কুলের ঘোষণা দেয় অ্যাপল, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
এ খবর প্রকাশের আগের শুক্রবার অ্যাপল আর ইউনিভার্সিটি অফ নেপোলি ফেডেরিকো ২, অ্যাপলের এই অ্যাপ-ডেভেলাপমেন্ট সেন্টার কেমন হবে তা উন্মোচন করে। সেই সঙ্গে এখানে অ্যাপ ডেভেলাপারদের জন্য ‘বিশেষ কারিকুলামে’ কী রাখা হবে তাও প্রকাশ করা হয়েছে।
অ্যাপলের ‘সমর্থনে’ আর ইতালির ওই বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এখানে একটি নয় মাসের কোর্স করানো হবে। চলতি বছর অক্টোবর থেকে এর ক্লাস শুরু হতে যাচ্ছে।
এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রথম সেমিস্টারে, কোর্সগুলো শিক্ষার্থীদের আইওএস-এর উপর সফটওয়্যার ডেভলাপমেন্ট দক্ষতা উন্নত করবে। দ্বিতীয় সেমিস্টারে শিক্ষার্থীরা স্টার্টআপ নির্মাণ ও অ্যাপ ডিজাইন নিয়ে কোর্স করবে আর এমন কিছু অ্যাপ নির্মাণ নিয়ে কাজ করবে, যেগুলো ক্রমান্বয়ে অ্যাপ স্টোরে আনা হবে।”
এই প্রোগ্রাম ইতালি আর ইউরোপের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। এর জন্য আবেদন প্রক্রিয়ায় একটি অনলাইন পরীক্ষা আর একটি ইন্টারভিউ দিতে হবে। প্রথম ছয়শ’ জন শিক্ষার্থীদের আবেদন নেওয়ার কাজ সামনের কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে।
নেপলস-এর একটি নতুন ক্যাম্পাসে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্রাজিল, ভারত আর ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশেও অ্যাপল অ্যাপ ডেভেলাপমেন্ট সেন্টার চালুর পরিকল্পনা করছে।
Like this:
Like Loading...