ফিলিপাইনের দাভাও শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। তারা সবাই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের শহরের হামলা হলেও প্রেসিডেন্ট নিরাপদে আছেন। হামলার স্থান মার্কো পোলো হোটেলে নিয়মিতই যেতেন দুয়ের্তে।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আর ২ জনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন দুয়ের্তে। রুদ্ধদ্বার বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন।
ফেসবুকের এক বিবৃতির মাধ্যমে উপ মেয়র পাওলো দুয়ের্তে জানান, তারা এখনো জানেন না এই হামলায় পেছনে দায়ী কারা। তবে কর্তৃপক্ষ খুব দ্রতই তাদের খুঁজে বের করবে। বিবিসি