সাইবার অপরাধ ও হয়রানি সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেইসবুকে নিজেকে নিরাপদ রাখা বেশ ঝামেলার কাজ। বিশেষ করে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি নিয়ে বেশ বিপাকে পড়েন।
অনেক সময় দেখা যায় এক জনের ছবি আরেক জন কপি করে ফেইক আইডি তৈরি করেন। সেসব আইডি আবার নানা ধরনের অপপ্রচারে ব্যবহার করা হয়। তাই ছবির নিরাপত্তা নিয়ে ভাবতে হয় অনেককে। এ কারণে ফেইসবুকের প্রোফাইল ছবির বিষয়ে সতর্ক থাকা দরকার।
চাইলে প্রোফাইল ছবিকে নিরাপদেও রাখা যায়। এটি জানা থাকলে ফেইসবুকের প্রোফাইল ছবি কেউ কপি করতে পারবে না। এটিকে ক্লিক অয্যোগ্য করার কৌশল এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে ফেইসবুকে লগইন করতে হবে। তারপর ‘Photo Album’-এ যেতে হবে।
যেখান থেকে ‘Profile Photo Album’-এ ক্লিক করতে হবে।
এবার প্রোফাইল ছবিগুলোর মাঝে যে ফটোটি ক্লিক অযোগ্য করতে চান সেটি ক্লিক করে এর Privacy অপশন থেকে ‘only me’ নির্বাচন করতে হবে।
তাহলে প্রোফাইল ছবিটিকে দেখা গেলেও সেটা ক্লিক করলে কাজ করবে না। ফলে নিরাপদে থাকবে প্রোফাইল ছবিটি।
চাইলে ব্যবহারকারীর শুধু ফেন্ডরা দেখতে পারবেন বা ফেন্ড ক্লিক করলে প্রোফাইল ছবি বড় হবে সেটাও করা যাবে Privacy অপশন থেকে।