ফেসবুক ম্যাসেঞ্জার (Messenger) ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি
প্রতি মাসে ১ বিলিয়ন বা ১০০ কোটি মানুষ ম্যাসেঞ্জার (Messenger) ব্যবহার করছে। যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগের এই অ্যাপসটি একটি মাইলফলক। এই অ্যাপসের উন্নয়নে প্রতিনিয়ত ফেসবুক কতৃপক্ষ কাজ করে যাচ্ছে। ফেসবুকের স্তপতি ও সিইও মার্ক জুকারবার্গ এ সম্পর্কে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে একটি স্ট্যাটাস দেন।
জুকারবার্গ তার দেয়া স্ট্যাটাসে জানান, যোগাযোগের মাইলস্টোন : প্রতিমাসে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করছে ১ বিলিয়ন লোক! যারা এই কমিউনিটির সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। ম্যাসেঞ্জার দলকেও ধন্যবাদ – নিচের ভিডিওটি উপভোগ করুন।
আমাদের আরো অনেক কিছু করতে হবে। অনেক কিছুই আসছে সামনে। তবে এটি অন্য আরেকটি পদক্ষেপ পৃথিবীর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য।
উল্লেখ্য, ফেসবুকের তিনটি অ্যাপসের মধ্যে ফেসবুক অ্যাপস সবচেয়ে বেশি জনপ্রিয়। এর পরেই রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার। ফেসবুকের অন্য আরেকটি অ্যাপস হলো হোয়াট’স অ্যাপ।