বাংলাদেশী হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট দেশেই সম্পন্ন করা হবে
হজযাত্রীদের হজ ফ্লাইট শিডিউল নির্ধারণ, বিমান টিকেট সরবরাহ এবং সৌদি আরবে হজযাত্রীদের মালামাল ও লাগেজ সিটি চেক ইনসহ হজ ফ্লাইট অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ বছর বাংলাদেশী হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্টও বাংলাদেশেই সম্পন্ন করা হবে।
এ ছাড়াও হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ লঞ্চ বা স্টিমার স্টেশনে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ট্রেন, লঞ্চ ও স্টিমার স্টেশনে আগত হজযাত্রীদের লাগেজ পরিবহনে এবং ট্রেনে/লঞ্চে আরোহণ ও অবতরণে সহযোগিতা করা হবে। হজ মৌসুমে হজক্যাম্পে ব্যাংক বুথ স্থাপন করা সহ হজযাত্রীদের জন্য বৈদেশিক মুদ্রা সরবরাহ ও এনডোর্সমেন্টের ব্যবস্থা করা হবে।
আসন্ন হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাসমূহের নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সরকারের একটি অগ্রাধিকার বিষয়। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুন্দর করা সম্ভব। মন্ত্রী হজ শেষ হওয়া পর্যন্ত সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানান।
সভায় ধর্ম, অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল।
সভায় জানানো হয়, সৌদি আরবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হজ চিকিৎসক দল ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্দেশ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর হতে চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স ও ব্রাদারগণের তালিকা পাওয়া গেছে। এছাড়া হজ্জক্যাম্পে সার্বক্ষণিক ডাক্তার ও অন্যান্য জনবলসহ অ্যাম্বুলেন্স নিয়োজিত রাখা হবে। সকল জেলায় হজ্জযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা/টিকা প্রদান কেন্দ্র ও স্বাস্থ্যসনদ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে।
সভায় আরো জানানো হয়, হজযাত্রীদের হজ ফ্লাইট শিডিউল নির্ধারণ, বিমান টিকেট সরবরাহ এবং সৌদি আরবে হজযাত্রীদের মালামাল ও লাগেজ সিটি চেক ইনসহ হজ ফ্লাইট অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। হজক্যাম্পে হজযাত্রীদের কাস্টমস ও ইমিগ্রেশনসহ বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পাদনের লক্ষ্যে স্ক্যানিং মেশিন, কম্পিউটার স্থাপন ও প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করা হবে।
Like this:
Like Loading...