প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও বুলেট ও পাতাল রেল চালু হবে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।’
শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বরিশালসহ সারাদেশ রেল নেটওয়ার্কের আওতায় আসবে।’
এ সময় কমলাপুর রেল স্টেশন থেকেই প্রধানমন্ত্রী খিলগাঁও ফ্লাইওভারে স্থানীয় সরকার বিভাগের তৈরি খিলগাঁও ফ্লাইওভারের লুপ খুলে দেয়ার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।