‘চলুন বিজয়ের মাসে মুক্ত করি সকলের পথ চলা’ স্লোগানে বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করে তাদের তিন সপ্তাহব্যাপী এক সামাজিক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ ক্যাম্পিং।
সকলের পথ চলা যেন সুগম হয় এই লক্ষ্য নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ডিসেম্বরের ৩ তারিখ ছিল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
এ দিবসকে ঘিরে নানা দেশে নানা আয়োজন করে থাকে। বাংলাদেশ লোকাল গাইড গুগল ম্যাপ ভিত্তিক একটি কমিউনিটি হলেও এবার আয়োজন করে একটু ভিন্ন ধর্মী অনুষ্ঠান।
সাড়া দেশে প্রায় ২৫টি স্থানে ৪ হাজারেরও অধিক স্টিকার যুক্ত করে কোথায় হুইল চেয়ার প্রবেশ করতে পারবে কিনা।
এতে সহজগিতা করে মাজেদা নেটওয়ার্ক, টপ টেন ওয়ান ও স্মার্ট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোরসহ বিভিন্ন শহরের মূল বাণিজ্যিক স্থাপনাগুলোতে যুক্ত করে এই ধরনের স্টিকার।
এতে প্রায় যোগ দেয় ১৫০ জনেরও বেশি লোকাল গাইড। এছাড়া গুগল ম্যাপে নোটিফিকেশন রিভিউ দেয় কোথায় কোথায় হুইল চেয়ার প্রবেশ করতে পারবে।
এ উদ্যোগের ফেসবুকে বিশেষ ইভেন্ট দেখা যাবে https://www.facebook.com/events/2360525017309010/ এই ঠিকানায়।