ঈদের কেনাকাটায় ছাড় আর অফার দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুম ডটকম। মূল্যছাড় ছাড়াও বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।ক্যাম্পেইন অফারে বাগডুম থেকে কেনাকাটায় ৫০০ থেকে পাঁচ হাজার টাকার ঈদ কুপন দিচ্ছে। এছাড়াও সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডহোল্ডার এবং মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য নির্বাচিত শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডে ১১ শতাংশ ছাড় পাচ্ছেন গ্রাহকরা।এছাড়াও বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য ৮ শতাংশ এবং শুধুমাত্র ব্র্যাক ব্যাংক তারা কার্ডহোল্ডারদের জন্য বাগডুমে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার অনন্য ডিপ ডিস্কাউন্ট অফার ‘হ্যাপি আওয়ার’ চালু থাকবে ২৪ ঘণ্টাজুড়ে।বাগডুম ডটকমের সিএমও মিরাজুল হক বলেন, বরাবরের মতন দেশের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এবারো ঈদের কেনাকাটা করছে। দেশের বাইর থেকেও কেনা কাটা করছেন অনেকেই। বাগডুমের লক্ষ্য হল, সাশ্রয়ী মূল্যে ও সবচেয়ে কম সময়ে শ্রেষ্ঠ পণ্যটি ক্রেতাদের ঘরে পৌঁছে দেওয়া।ঈদে বাগডুমে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য ছাড়াও ইলেক্ট্রনিক্স, মোবাইল ও মোবাইল অ্যাক্সেসরিজসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।