প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা কেউ ধারণা করতে পারছে না।এখন বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার দ্রুত বাড়ছে এমন কি আমাদের দেশ বাড়ছে। একবার ভাবুন আপনি বিশেষ কোনও পার্টিতে যাচ্ছেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে কি পরবেন। ওয়ারড্রোব ভরা জামাকাপড়, অথচ মনস্থির করতে পারছেন না কোনটি উপযুক্ত হবে আপনার পক্ষে। পোশাক-আশাক নিয়ে এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা থেকে মুক্তি দিতে এ বার নতুন চমক এলজির। কী পরলে ভাল লাগবে আপনাকে, তা এ বার বলে দেবে আপনার আয়নাই। সম্প্রতি এরকমই একটি ঘোষণা করেছে সংস্থা।
এলজি জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি আয়না তারা বাজারে নিয়ে আসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা থাকায় এই আয়নাটি পরিস্থিতি বুঝে আপনার উচ্চতা এবং শরীরের বিভিন্ন অংশের গঠন অনুযায়ী কোন পোশাকটি আপনার সঙ্গে মানানসই তা জানাতে সাহায্য করবে। এলজির এই আয়নায় লাগানো স্ক্যানার আপনার শরীরের বিভিন্ন অংশ স্ক্যান করতে সক্ষম। তারপরেই আপনার জন্য আসতে থাকবে সাজেশান।
এ ছাড়াও এলজির সঙ্গে চুক্তিবদ্ধ বিভিন্ন অনলাইন শপিং অ্যাপ বা স্টোর থেকেও পোশাক পছন্দ করার পরামর্শ আসবে আপনার কাছে। ফলে শেষ হতে পারে একাধিক দোকানে ঘুরে কেনা কাটার দিন।