বার্লিনে উন্মোচিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি নোট ৮
সেপ্টেম্বর মাসে জনসমক্ষে আসবে আইফোন ৮। আর তারপরেই উন্মুক্ত স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ উন্মুক্ত হবে বলে শোনা যাচ্ছে। অনলাইনে ইতোমধ্যেই স্মার্টফোনটি সম্বন্ধে প্রচুর গুজব ছড়িয়েছে।
সম্প্রতি নোট ৮ স্মার্টফোনের অভ্যন্তরীন কোড ইন্টারনেটে ফাঁস হয়েছে। স্মার্টফোনে তথ্যফাঁসে জনপ্রিয় ব্যক্তিত্ব ইভান ব্লাস জানিয়েছেন স্যামসাং গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনের কোড হচ্ছে ‘স্যামসাং জিআর৩এটি’। কোডে ৩ নম্বরটি নতুন ফিচারের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের পর এ বছর নোট ৮ নিয়ে সতর্ক অবস্থানে আছে স্যামসাং। প্রতিষ্ঠানটি যে নোট ৮ স্মার্টফোন নিয়ে চাপে আছে সেটা সম্বন্ধে সবাই ওয়াকিবহাল। তবে কোড ছাড়া আর কোন তথ্যই ফাঁস করেননি ব্লাস। তবে ফোনটি গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের মতো একই ডিজাইনে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। নোট ৮ স্মার্টফোনে ২৯৬০*১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের ৬.৩ ইঞ্চি কিউএইচডি ‘ইনফিনিটি’ ডিসপ্লে থাকবে। তাছাড়া এতে হোম বাটনও থাকবে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। তা ছাড়া নোট ৮ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৭.১ ন্যুগাট অপারেটিং সিস্টেম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদমাধ্যম স্যাম মোবাইল এক প্রতিবেদনে জানায়, জার্মানির রাজধানী বার্লিনে ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য আইএফএ ২০১৭ সম্মেলনে গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করতে পারে স্যামসাং। স্যামসাং সাধারণত প্রত্যেক বছরই আইএফএ সম্মেলনে গ্যালাক্সি সিরিজের একটি স্মার্টফোন উন্মোচন করে থাকে।