করোনাভাইরাস সংক্রামণের ভয়ে অনেক কোম্পানি নিজ কর্মীদের বাসা থেকে কাজ করতে অনুরোধ করেছে।এমন ব্যবস্থা নেওয়া অনেক জরুরী তবে এর ঝুঁকিও আছে। কারণ, বাসা থেকে কাজ করা মানে অনেক ধরনের নেটওয়ার্ক, অনিরাপদ পিসি আর অনেক ধরনের হুমকি। আর পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র তথ্যচুরি করে বেড়াচ্ছে। র্যানসামওয়্যার ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টিও শোনা গেছে। তাই যারা বাসা থেকে কাজ করছেন তাদের কিছু সাবধানতা অনুসরণ করা উচিত।যে নিয়ম মানবেন
১. পেশাগত কাজ করার সময়টুকু ব্যক্তিগত অনিরাপদ কাজে কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
২. সন্দেহজনক কোনো মেইল ওপেন করা যাবে না। বিশেষ করে করোনাভাইরাসের সচেতনতা বিষয়ক যে মেইলগুলো লিঙ্ক বা ফাইল ওপেন করতে বলে সেগুলো ওপেন করা যাবে না। মেইলটি নির্ভরযোগ্য সূত্র থেকে মনে হলেও ওপেন করা থেকে বিরত থাকতে হবে।
৩. নিশ্চিত করতে হবে কম্পিউটারে অ্যান্টিভাইরাস আপডেটেড আছে।
৪. খুব বাজে পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা হিসেবে সর্বশেষ কাজের ব্যাকআপ রাখা।
৫. পিসিতে পাসওয়ার্ড ব্যবহার করা এবং ডেস্ক থেকে ওঠার সময় স্ক্রিন লক করে ওঠা।
৬. ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭. কাজ অত্যন্ত গোপনীয় হলে এনক্রিপশান টুল ইন্সটল করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮. জরুরী অবস্থা সৃষ্টি হলে যাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের সবার ফোন নম্বর সংগ্রহ করে রাখতে হবে।
৯. নিরাপদ অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে।
১০. সিস্টেম রেস্ট্রিকশন ব্যবহার করা যেতে পারে।
সূত্র : ইন্টারনেট, এমআর/মার্চ ১৮/২০২০/১৩৪৩