বিটিসিএলের ৩১০০ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার উন্নয়ন কাজের জন্য কয়েকটি এলাকায় বিটিসিএলের তিন হাজার ১০০ টেলিফোন ও বেশকিছু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।রাজধানীর খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও নন্দীপাড়া, খিলগাঁও বি ব্লক, কাকরাইল, ফকিরাপুল, সিদ্ধেশ্বরী ও সায়েদাবাদ এলাকায় উন্নয়ন কাজের জন্য এসব লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০, বনশ্রীতে ৬৫, গোড়ান ও ন্দনীপাড়ায় ২১০ এবং খিলগাঁও বি ব্লকে ১৫০টি লাইন বিকল হয়ে পড়েছে।এছাড়াও কারকারইলে ৭৬০, শান্তিনগরে ৬৮০, ফকিরাপুলে ৪৮০, সিদ্ধেশ্বরীতে ৩০০, মগবাজারে ২৯৫ এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হয়েছে।এগুলো সারাতে ইতোমধ্যেই বিটিসিএল কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই পুনরায় সংযোগ দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।এজন্য বিটিসিএল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।