আজকের বাংলা তারিখ
  • আজ মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং
  • ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
  • এখন সময়, ভোর ৫:৫৭

বড়দিনের জন্য উপহার

এসে গেল ২৫ ডিসেম্বর। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানের দিন এটি। এই দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে থাকেন নানা ধরনের উপহার দিয়ে। বিভিন্ন ধরনের উপহারের বিস্তারিত তথ্য থাকছে এই আয়োজনে।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে নানাভাবে আনন্দ করে থাকেন। এদিনকে উৎসবমুখর করে তুলতে তারা একে অপরকে উপহার দিয়ে থাকেন। রাজধানীর বিভিন্ন উপহারের দোকানগুলোতে এ সময় পাওয়া যায় বড়দিনের চমৎকার সব উপহার। এছাড়া অন্যান্য উপহার সামগ্রী তো অবশ্যই পাওয়া যায়। রাজধানীর উল্লেখযোগ্য কিছু উপহারের দোকান হলো—হলমার্ক, আর্চিস গ্যালারি, ওয়ান টু নাইনটি নাইন গিফট শপ, গিফট কর্নার ইত্যাদি।

প্রতিবারের মতো এ বছরও বড়দিনকে সামনে রেখে গিফটশপগুলো সেজেছে নতুন সাজে। নানা রকম নতুন নতুন উপহার সামগ্রীতে ভরে উঠেছে দোকানগুলো। বড়দিনের গিফটগুলো খুবই রুচিসম্মত এবং আকষর্ণীয়, তবে একটু ব্যয়বহুল।

বড়দিনের উপহার হিসেবে অধিকাংশেরই প্রথম পছন্দ থাকে যিশুখ্রিস্টের বাঁধানো ছবি। বাঁধানো এসব ছবির দাম পড়বে ৬০০ থেকে ১০০০ টাকা। তবে, অর্ডার দিয়ে বাঁধাতে চাইলে খরচ পড়বে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। বড়দিনের ঘণ্টার দাম পড়বে ৩৫০ টাকা। কোণ আকৃতির বল পাওয়া যাবে ৪০০ থেকে ৬০০ টাকায়। বড়দিনের আরেকটি আকর্ষণীয় উপহার হলো বিভিন্ন ধরনের মোমদানি। মোমদানির দাম পড়বে ১৫০ থেকে ২০০ টাকা। ক্রিসমাস ট্রি ডেকোরেশন পাওয়া যাবে ১০০ থেকে ১৫০ টাকায়। যিশুখ্রিস্টের ছোট ছোট মূর্তি পাওয়া যায় ৬০০ থেকে ১ হাজার টাকায়। এই মূর্তিগুলোর অধিকাংশই পিতলের তৈরি।

বড়দিন উপলক্ষে বিশেষ জুয়েলারি বক্সও পাওয়া যায়। এই বক্সগুলোর দাম ১ হাজার ৫ শত থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। এসব উপহার একটু বেশি খরচ সাপেক্ষ। তবে কম দামেও কিছু গিফট আইটেম পাওয়া যায়। বিভিন্ন ধরনের কাচের শোপিস পাওয়া যায়। এসব কাচের শোপিসের মধ্যে রয়েছে জোড়া হাঁস ২৫০ থেকে ৮০০ টাকা, হাতি ৩০০ থেকে ৮০০ টাকা, ঘোড়া ৩৫০ থেকে ৭০০ টাকা। পিতলের তৈরি হাতি, ঘোড়ার শোপিস পাওয়া যাবে ৪০০ থেকে ৭৫০ টাকায়। উইন্ডচাইম পাওয়া যাবে ৫০০ থেকে ৭০০ টাকায়। ছবির অ্যালবাম ২০০ থেকে ৬০০ টাকা। বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাবে ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে। ভ্যানিটি ব্যাগের দাম পড়বে ৩০০ থেকে ২ হাজার টাকা। হাতঘড়ি পাওয়া যাবে ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে।

ছোটদের উপহার দেওয়ার জন্য চমৎকার সব খেলনা পাওয়া যায় এসব গিফট শপে। খেলনার দাম পড়বে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ফুলদানি পাওয়া যাবে ২০০ থেকে ১ হাজার টাকায়। এছাড়া পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম। পারফিউমের দাম—গুচি ২ হাজার ৫ শত টাকা থেকে ৩ হাজার টাকা, কেনজো ২ হাজার থেকে ২ হাজার ৫ শত টাকা, হুগো বস ৩ হাজার ৫ শত টাকা, ডিভসি ২ হাজার ৫ শত থেকে ৩ হাজার টাকা।

গিফট হিসেবে শুভেচ্ছা কার্ডের ব্যবহার বরাবরই সমাদৃত। বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যাবে পুরানা পল্টনের বেশ কয়েকটি দোকানে। উল্লেখযোগ্য কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে আজাদ প্রোডাক্টস এবং আইডিয়াল প্রোডাক্টস। এছাড়া আর্চিস গ্যালারি এবং হলমার্কেও পাওয়া যাবে নানা ধরনের কার্ড।

এছাড়া প্রিয়জনের জন্য উপহারে মিষ্টি স্বাদ ছড়িয়ে চকলেটের কদর বরাবরই একই রকম। তাই ক্রিস্টমাসের উপহারের তালিকায় চকলেটও অন্যতম আকর্ষণ। আর দেশি-বিদেশি নানা চকলেট নাগালে রয়েছে যার দাম রকমভেদে ভিন্ন হয়ে থাকে।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

১০ বছর ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করছে চিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ‘ব্ল্যাকবেরি’

বর্তমানে করোনা ভাইরাসের জন্য খবরের শিরোনামে রয়েছে চিন। এই দেশেরই এক শহরে প্রথম এই ভাইরাস পাওয়া গিয়েছিল, ...

বিস্তারিত

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যোগ দিতে পারবেন চারজনের বেশি ইউজার

লক ডাউনের মধ্যে পরিচিতদের সঙ্গে কথা বলার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভিডিও কল। আর সেই কারণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ...

বিস্তারিত

বেঁচে গেল মানব জাতি, পৃথিবীর পাশ ঘেঁষে বেরল বিরাট গ্রহাণু

নিউইয়র্ক: কান ঘেঁষে না হলেও পাশ ঘেঁষে তো বটেই। কেটে গেল ফাঁড়া। পৃথিবীর পাশ কেটে বেরিয়ে গেল প্রায় ২ কিলোমিটার ...

বিস্তারিত
করোনা নিয়ে প্রতারণা বাড়ছে, ইন্টারপোলের হুঁশিয়ারি

করোনা নিয়ে প্রতারণা বাড়ছে, ইন্টারপোলের হুঁশিয়ারি

বিশ্বজুড়ে করোনাভাইরাস–সংক্রান্ত আর্থিক প্রতারণা বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ ...

বিস্তারিত
%d bloggers like this: