উত্তর বাড্ডায় একটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় বাড্ডা কুড়িল প্রগতি সড়কে যানচলাচল বন্ধ আছে। এ সড়কের রামপুরা থেকে উত্তর বাড্ডা এবং কড়িল থেকে নতুনবাজার পর্যন্ত আলাদাভাবে গাড়ি চলছে। যাতায়াতকারীরা হেঁটে রাস্তা পার হচ্ছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বিটিআই প্রিমিয়াম টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। টানা ছয় ঘণ্টা ধরে ফায়ারসাভিসের ২৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
যে ভবনে আগুন লেগেছে তার চারতলা পর্যন্ত মার্কেট। বেসমেন্টসহ ১৫তলার এই ভবনে বাকিটা আবাসিক ফ্ল্যাট।
আগুনের পরপরই উপরের ফ্লাটের মানুষগুলো ছাদে চলে যান। তাদের পাশের একটি ভবনের ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের সদস্যরা।