আজকের বাংলা তারিখ
  • আজ বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
  • ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ১৭ই রমজান, ১৪৪৫ হিজরী
  • এখন সময়, রাত ১১:১৫

ভারত রফতানি করে সফটওয়্যার আর পাকিস্তান করে সন্ত্রাসবাদ: মোদী

তীব্র ভাষায় পাকিস্তানের প্রতি তোপ দাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পাকিস্তানীদের এটা ভেবে দেখার সময় হয়েছে ভারত কেন সফটওয়্যার রফতানি করে আর পাকিস্তান রফতানি করে সন্ত্রাসবাদ।

শনিবার মোদী তার বক্তৃতায় বলেন, পাকিস্তানই একমাত্র দেশ যারা বাকি এশিয়ায় ও সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ রফতানি করছে। পাকিস্তানের রফতানি করা সন্ত্রাসে বাংলাদেশ ও আফগানিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মোদী উল্লেখ করেছেন।

‘সারা বিশ্ব থেকে যখন সন্ত্রাসের খবর আসার পর আরেকটি খবর আসে আর তা হল, সন্ত্রাসীরা ছিল আমাদের প্রতিবেশী দেশের। ওসামা বিন লাদেনের মত সন্ত্রাসীরা পাকিস্তানে আশ্রয় পায়।’ কেরালায় বিজেপির সমাবেশ বলেন মোদী।

গত রবিবার সন্ত্রাসীদের হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর আজকেই প্রথম জনসম্মুখে এ প্রসঙ্গে কথা বললেন মোদী।

তিনি বলেন, ‘পাকিস্তানি জনগণের উচিৎ তাদের নেতাদের জিজ্ঞেস করা কেন তারা পাকিস্তান অধিকৃত কাশ্মির, সিন্ধু, গিলগিট ও বেলুচিস্তানের সমস্যা সমাধান করতে পারছেন না। যখন সন্ত্রাসীদের লিখে দেয়া ভাষণ পড়েন পাকিস্তানের নেতারা তখন তাদের কাছ থেকে বিশ্বের আশা করার আর কিছুই থাকে না। আজকে আমি সরাসরি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে কথা বলছি। ১৯৪৭ সালের আগে আপনাদের পূর্বপুরুষ অবিভক্ত ভারতকে তাদের নিজেদের দেশ মনে করে এর আরাধনা করত। আপনারা পাকিস্তানের জনগণ আপনাদের নেতাদের প্রশ্ন করুন, বাংলাদেশ আপনাদের সঙ্গে ছিল আপনারা তা ধরে রাখতে পারেননি। আপনারা পাখতুন, বেলুচিস্তান, সিন্ধুর সমস্যা সমাধান করতে পারছেন না… আর কথা বলছেন কাশ্মির নিয়ে। পাকিস্তানের জনগণের উচিৎ তাদের নেতাদের কাছে প্রথমে জীবনের নিশ্চয়তা দাবি করা।’

এসময় মোদী আরো বলেন, ‘আপনাদের নেতাদের জিজ্ঞাসা করুন, একই সঙ্গে আমাদের দুই দেশ স্বাধীন হয়েছিল। ভারত কেন সফটওয়্যার রফতানি করে আর পাকিস্তান কেন সন্ত্রাসবাদ রফতানি করে?

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত