মঙ্গলের মাটিতে সে পা রেখেছে সবে মাত্র হপ্তাখানেক। এর মধ্যেই অবাক করতে শুরু করল নাসার সন্ধানী যান ইনসাইট। মঙ্গলগ্রহের বায়ুপ্রবাহের আওয়াজ ও ভূকম্পন পরিমাপ করে পৃথিবীতে পাঠাল সে। শুক্রবারই সেই আওয়াজ প্রকাশ করেছে নাসা। আগে শুনে নিন মঙ্গলের বুকে বায়ুপ্রবাহের সেই শব্দ।
এক কথায় প্রথমেই চমকে দিয়েছে ইনসাইট। কারণ, এই ধরণের শব্দ রেকর্ড করার জন্য পাঠানোই হয়নি তাকে। বরং তার ওপর দায়িত্ব বর্তেছে মঙ্গলের ভূপৃষ্ঠের নীচের রহস্য উন্মোচনের। সেজন্য মঙ্গলের মাটিতে গর্ত করে সন্ধানী শালাকা গাড়বে সে।