মন্ত্রিসভায় শপথ নিলেন মোস্তাফা জব্বার ও জুনাইদ আহমেদ পলক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর নতুন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো শপথগ্রহণ করলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়। সংবিধান অনুযায়ী নতুন সরকারের মন্ত্রিসভার শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ অনুষ্ঠান পরিচালনায় ছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে আগের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। প্রায় এক বছর দায়িত্ব পালন করার পর বছরের শেষ দিকে দলের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দায়িত্ব হতে পদত্যাগ করেন।
এদিকে দ্বিতীয়বারের মতো দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। বিগত পাঁচ বছর তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে পলক বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৯৬। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে দাউদ রহমান পান মাত্র ৮ হাজার ৫৯৪ ভোট।
এদিকে নতুন মন্ত্রিসভায় তৃতীয়বারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন স্থপতি ইয়াফেস ওসমান। এর আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এরপর দ্বিতীয়বারের মতো ২০১৫ সালের ১৪ জুলাই থেকে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।