বিশ্বে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে তোশিবা। মেমোরি চিপের বাজারে ৪০ শতাংশ দখল রয়েছে প্রতিষ্ঠানটির। সম্প্রতি প্রতিষ্ঠানটি মেমোরি চিপ ইউনিট বিক্রি করে দেওয়ার গুঞ্জন উঠলেও এখনই তেমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
এ বছরের জুনে প্রথম দফায় চিপ ব্যবসা বিক্রি করে দিলেও পরবর্তীতে আবারো বিনিয়োগের মাধ্যমে সেখানে অধিকার প্রতিষ্ঠা করে তোশিবা। বর্তমানে স্মার্টফোন এবং সার্ভার মেমোরির বাড়তি চাহিদার কারণে মেমোরি চিপ ব্যবসাও বেশ তুঙ্গে। ফলে মেমোরি চিপ ব্যবসাকে বেশ লাভজনক হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি।