সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপ শিগগিরই তাদের সেবাকে পিটুপি থেকে ক্লাউডে রুপান্তর করবে। আর তাই বেশ কিছু ডিভাইসে স্কাইপ চলবে না বলে ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী অক্টোবরেই ঐসব ডিভাইসে সেবা বন্ধ করে দেওয়া হবে।
অ্যান্ড্রয়েডের জন্য স্কাইপের সর্বশেষ সংস্করণ (স্কাইপ ৬.২ অথবা উন্নততর) ব্যবহারেরর জন্য অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ ৪.০.৩ অথবা তার পরের সংস্করণ লাগবে। তবে যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ওএস ২.৩ অথবা তার পরের সংস্করণ রয়েছে তারা স্কাইপ ৪ সংস্করণ ব্যবহার করতে পারবেন।
উইন্ডোজের ক্ষেত্রে যারা উইন্ডোজ ফোন ৮ অথবা তার পরের সংস্করণ ব্যবহার করতে পারছেন তারাই কেবল স্কাইপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে পারবেন।
মূলত ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তি সেবা দিতেই স্কাইপের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।