যে কারনে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় এবং হয় না
যে কোন বিষয় নিয়ে কাজ করে সম্পূর্ণ সফলতা অর্জন করতে বিষয়টির আদ্যপান্ত ভালো ভাবে জানতে হয়। অতীত ভবিষতের সঠিক বিবেচনায় বর্তমান পরিকল্পনা পরিণত হয়। কোন কোন ব্যবসায়ীকে দেখা যায় বিনিয়োগের কিছুদিনের মধ্যেই তিনি তার কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন আবার কেউ আছেন বিনিয়োগের আনন্দেই তাকে অনির্দিষ্টকাল সীমাবদ্ধ থাকতে হয়। মানব সভ্যতার ইতিহাস অবলোকন করলে দেখা যায় প্রাচীনকাল থেকেই মানুষ ব্যবসা প্রবণ। ব্যবসা মানেই বিনিয়োগ-মুনাফা বা ক্রয়-বিক্রয়। তবে কেন কি কারনে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় এবং হয় না এই বিষয়টির দিকে দৃষ্টি দিলে একজন প্রকৃত ব্যবসায়ীকে চিনতে সহজ হয়।
যে কারনে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয়
১. অর্থ : ব্যবসায়ে বিনিয়োগের মূল কারনই অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। বিনিয়োগের প্রথম এবং প্রধান কারনই অর্থ।
২. আবেগ : নিজের স্বপ্ন পূরণ তথা পণ্য বা সেবার মাধ্যমে গ্রাহককে সাহায্য করার মাধ্যমে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয়।
৩. সন্তুষ্টি : কাজে আনন্দ পেয়ে বিনিয়োগে আগ্রহী হয়ে সাফল্যের প্রতি ধাবমান হয় একজন প্রকৃত ব্যবসায়ী।
৪. দায়বোধ : নিজেকে এবং নিজের পরিবারকে আর্থিকভাবে নিরাপদে রাখার প্রতি দায়বদ্ধতা একজনকে ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী করে তোলে।
৫. উদ্দীপনা : কাজের প্রতি উৎসাহ এবং চ্যালেঞ্জিং ভাবাপন্নতার কারনে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয়।
৬. নিয়ন্ত্রণ : নিজেই নিজের অধিকর্তা এবং একটি সমগ্র কোম্পনিকে নিয়ন্ত্রন করার আকাঙ্খা একজনকে ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী করে তোলে।
৭. সুযোগ : নিজের যোগ্যতা, দক্ষতা, সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয়।
৮. টাইমিং : সময়ের সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করতে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয়।
যে কারনে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় না
১. অর্থ : অর্থের প্রয়োজনীয়তা হারিয়ে অনেকে উদ্দেশ্যহীন জীবন যাপন করে এবং বিনিয়োগে আগ্রহী হয় না।
২. আবেগ : ব্যবসাবিহীন অন্য কোন কিছুতে মানষিকভাবে আকৃষ্ট হলে অনেকে ব্যবসা- বাণিজ্যে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলে।
৩. সন্তুষ্টি : কাজের প্রতি বিরক্তি জন্মানো এবং ব্যবসায়ে গুরুত্ব হারিয়ে ফেলার কারনে একজন ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় না।
৪. দায়বোধ : পরিবার বা নিজের আর্থিক নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকলে অনেকে ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় না।
৫. উদ্দীপনা : উদ্দেশ্য ব্যহত হলে অনেকে কাজের উদ্দীপনা হারিয়ে নিজেকে অলস এবং কর্মবিমুখ করে রাখে এবং বিনিয়োগে আগ্রহী হয় না।
৬. নিয়ন্ত্রণ : নিজের প্রতি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এবং নিজের প্রতি অবিশ্বাস জন্মালে অনেকে ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় না।
৭. সুযোগ : অনেকে নিজের মেধা, যোগ্যতা, দক্ষতা, সম্ভাবনা সবকিছু অবজ্ঞা করে বিনিয়োগে আগ্রহবোধ করে না।
৮. টাইমিং : সময়ের সঠিক ব্যবহার না করে অনেকে অবহেলা করে জীবন অসচ্ছলতায় পাড় করে দেয় এবং ব্যবসায়ে বিনিয়োগে আগ্রহী হয় না।
ভেবে দেখা উচিত আপনি একজন প্রকৃত ব্যবসায়ী কিনা? বিনিয়োগে আগ্রহী হতে যে অভাববোধ তৈরি হতে হয় আপনার তার কতটুকু আছে? নিজের বিনিয়োগ ভাবনা কিংবা বিনিয়োগ করার প্রবণতা আছে বা নেই? যদি থাকে তবে কেন বিনিয়োগ করতে চান সে বিষয়ে পরিষ্কার হয়ে বিনিয়োগ করুন। তাহলে বিনিয়োগ ফলপ্রসূ হবে অন্যথায় অরণ্যে রোদন।
Like this:
Like Loading...