রকেটে চড়ছে টেসলা গাড়ি
মঙ্গলের কক্ষপথে যাবে টেসলার একটি রোডস্টার গাড়ি। সম্প্রতি স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেন ‘ফ্যালকন হেভি’ রকেটের প্রথম ফ্লাইটেই যাবে ওই গাড়ি।
প্রথমে কৌতুক মনে হলেও পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেছে মহাকাশ যান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। এবার গাড়ি রকেটে তোলার ছবিসহ ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মাস্ক নিজেই।
আগের ফ্যালকন ৯ রকেটের পরবর্তী সংস্করণ হলো ‘ফ্যালকন হেভি’। আগেরটির চেয়ে শক্তিশালী এই রকেটটি। ভবিষ্যতে এই রকেটে করে চাঁদ ও মঙ্গল গ্রহে মিশন পরিচালনা করার আশা করছে স্পেসএক্স।
মাস্ক বলেন, কোনো রকেটের প্রথম উৎক্ষেপণে কংক্রিট বা লোহার মতো ভারী বস্তু দিয়ে বাস্তব কার্গো পরীক্ষা করা হয়। এবারে মজাদার কিছু করতে চেয়েছেন মাস্ক। আর সেজন্যই রকেটে গাড়ি পাঠাচ্ছেন তিনি।
কেপ ক্যানাভেরালে ফ্যালকন হেভি’র শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে স্পেসএক্স, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
রকেটটির প্রথম উৎক্ষেপণে সবকিছু ঠিকঠাক থাকবে এমন সম্ভাবনা প্রায় শূন্য। মাস্ক নিজেও বলেছেন উৎক্ষেপণের কিছু সময়ের মধ্যেই হয়তো ফ্যালকন হেভি বিস্ফোরিত হবে।
এর আগে এক টুইট বার্তায় মাস্ক বলেন, “সামনের মাসে অ্যাপোলো ১১ লঞ্চ প্যাড থেকে ফ্যালকন হেভি উৎক্ষেপণ করা হবে। এতে দ্বিগুণ থ্রাস্ট থাকবে। যেভাবেই দেখা হোক না কেন, এটি নিশ্চিতভাবেই উত্তেজনাপূর্ণ হবে।”
মাস্ক আরও বলেন, “এতে মালামাল হিসেবে থাকবে টেসলা রোডস্টার যা ‘স্পেস অডিটি’ পরিচালনা করবে এবং গন্তব্য হবে মঙ্গল কক্ষপথ। গভীর মহাকাশে শত বছর থাকবে যদি এটি উর্ধগমনের কারণে বিস্ফোরিত না হয়।”
২০১৩ বা ২০১৪ সালে প্রথমবার ওড়ার কথা ছিল ফ্যালকন হেভি’র। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে এবার তা হতে যাচ্ছে ২০১৮ সালের জানুয়ারিতে।
Like this:
Like Loading...