অনেক দিনের জল্পনার শেষ হল। বৃহস্পতিবারে রাস্তায় নাম বিশ্বের প্রথম চালকহীন ট্যাক্সি। সিঙ্গাপুরে এদিন থেকেই যাত্রী পরিষেবা শুরু করে দিল নুতোনোমি সংস্থা। এই সংস্থা ভেহিক্যাল সফটওয়্যার নিয়ে কাজ করে। সিঙ্গুপুরের রাস্তায় চালকহীন গাড়ি নামনোর সঙ্গে সঙ্গে সংস্থার পক্ষে জানানো হয়েছে, প্রথমদিকে বিনা খরচে চাপতে পারবেন যাত্রীরা। গাড়ি চলবে তাঁদের স্মার্টফোনের নির্দেশ মতো।
নতুন সংস্থা নুতোনোমির এই সাফল্য একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন থেকেই গুগ্ল এবং ভলভোর মতো নামি সংস্থা চালকহীন ট্যাক্সি চালানোর কথা বলে এলেও এখনও পর্যন্ত তারা সাফল্য পায়নি। সবার আগে চালকহীন গাড়ি পথে নামিয়ে রেকর্ড গড়ে ফেলল সিঙ্গাপুরের এই সংস্থা। প্রথমে ৬টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও সংস্থার লক্ষ্য, চলতি বছরের মধ্যেই গাড়ির সংখ্যা দ্বিগুণ করা আর ২০১৮ সালের মধ্যে পুরোপুরি ট্যাক্সি সার্ভিস চালু করা।