লালমনিরহাটের পাটগ্রামের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার দহগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত হজরত আলী উপজেলার দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার আমির হোসেনের ছেলে।
বিজিবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। গুলিতে হজরত আলীর মৃত্যু হয়। লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলার বড়োয়া আলমপুর ইউনিয়নের পাট ব্যবসায়ী আলহাজ দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমান সোনালী ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন তার গতিরোধ করে। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মারধর করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে পুলিশের অভিযনে অপহরণকারী পাঁচ দুর্বৃত্তকে পুলিশ আটক করে। আটককৃতদের মধ্যে হুমায়ন কবিরকে নিয়ে আজ ভোরে অভিযান চালালে বন্দুকযুদ্ধে সে নিহত হয়।