লোকেশন ট্র্যাকিং বন্ধ করলেও তথ্য সংগ্রহ করে ফেইসবুক
ফেইসবুকের কাছে নিজেকে লুকিয়ে রাখতে লোকেশন ট্র্যাকিং সেবা বন্ধ রাখেন অনেকেই। কিন্তু কোনো লাভ নেই, লোকেশন ট্র্যাকিং সেবা বন্ধ করলেও ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করে ফেইসবুক। অবস্থান জানার পাশাপাশি সেই ব্যক্তি সারা দিন কোথায় এবং কতক্ষণ ছিলেন, সে তথ্যও সংগ্রহ করে। আইপি অ্যাড্রেস শনাক্ত করে রীতিমতো ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নজরদারি করে প্রতিষ্ঠানটি। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ডিভাইসের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করলেও নিস্তার মেলে না। এ বিষয়ে এক গবেষণা চালিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক আলেকজান্ডার করোলোভা জানান, আইপি অ্যাড্রেস শনাক্ত করার পাশাপাশি চেক ইন স্ট্যাটাস পর্যালোচনা করেও ব্যবহারকারীদের অবস্থানের তথ্য সংগ্রহ করে ফেইসবুক। ব্যবহারকারীদের আগ্রহ ও অবস্থান অনুযায়ী বিজ্ঞাপন প্রচার করতেই এ উদ্যোগ।