‘জুরাসিক পার্ক’ ছবিতে দেখা গিয়েছিল লক্ষ বছর আগে অবলুপ্ত হয়ে যাওয়া ডাইনসররা কেমন এ যুগেও ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর মাটিতে। তবে, তাদের রাখা হয়েছিল মনুষ্যবসতি থেকে শত ক্রোশ দূরের এক দ্বীপে।
সিনেমার গল্পকে যেন সত্যি করতেই, বিজ্ঞানীরা এবার অবলুপ্ত সেই যুগের প্রাণীদের আবারও জীবিত করার প্রচেষ্টায় রয়েছেন। তবে, ডাইনোসর নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ চার্চ এক অনুষ্ঠানে জানিয়েছেন যে, ৪০০০ বছর আগের ‘উলি ম্যামথ’-কে পুনরুন্থান করতে উদ্যোগী হয়েছেন তাঁরা।
‘আইস এজ’ ছবির এলিকে নিশ্চয়ই মনে আছে সকলের। ‘উলি ম্যামথ’ বলতে এলি-র প্রজাতিকেই বোঝায়। লোমশ হাতি, যাকে ‘ম্যামোফ্যান্ট’ও বলা হয়। তবে, অধ্যাপকের কথানুযায়ী, হুবহু উলি ম্যামথ নয়, এশীয় হাতির মধ্যে তার কিছু গুণাগুণ থাকবে পর্যন্ত। সহজ করে বললে, একটি ‘হাইব্রিড এমব্রাইয়ো’ সৃষ্টি করাই তাঁদের উদ্দেশ্য। তবে, পরীক্ষানিরীক্ষায় এখনও সময় লাগবে প্রায় বছর দুয়েক। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার, এর জন্য কৃত্রিম জরায়ুর ব্যবস্থাও করা হবে।