‘শাহজালালের ঘটনায় অন্য সম্পর্ক আছে কিনা দেখা হচ্ছে’
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমানবন্দরে যে যুবকটি হামলা চালিয়েছে এখানো তার পরিচয় নিশ্চিত নয়। পত্রিকায় এসছে সে ক্লিনিং কোম্পানির লোক। তবে এখনো তা প্রমাণিত হয় নি। আমরা আশা করছি, সে বাইরের লোক না ভেতরের তা শিগগির বোঝা যাবে। এর তদন্তের ভার পুলিশকে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কোনো সম্পর্ক আছে কিনা তা দেখা হচ্ছে।
আজ মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিমানবন্দরের কনফারেন্স হলে ব্রিফিংয়ে নিরাপত্তা নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আমরা রিভিউ করে স্পষ্ট বুঝতে পারছি, নিরাপত্তার ঘাটতি নেই বলে মনে করি। আমাদের এখানে নিরাপত্তা যথাযথ রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জীবন দিয়ে চেষ্টা করেছে। নিহতের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ঘাতক শিহাবকে জাপটে ধরার চেষ্টা করা হয়। পরে সে ছুরিকাঘাত করে। ওই সময় যাত্রী ছিল অনেক। একটা আতঙ্কের সৃষ্টি হয়। সে সময় তাকে গুলি করে আটকানো সম্ভব ছিল না, অনেক যাত্রীর কারণে। তারপরও তার পায়ে গুলির চেষ্টা করা হয়। সেটা মিস হয়ে যায়।
তিনি বলেন, সাংবাদিকদের আশ্বস্ত করতে চাই, আমাদের নিরাপত্তা আন্তর্জাতিক মানের।