শুধুমাত্র অভিনয় বা নির্মাণের সাথেই যুক্ত নয় হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত তিনি। এছাড়া একসময় শিক্ষকতাও করতেন এই তারকা। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষকতায় যোগ দেওয়া নিয়ে শিরোনামে এলেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত হলেও জোলি আবারও জানিয়েছেন আপাতত শিক্ষকতায় আসবেন না তিনি। কিছুদিন সময় লাগবে তার জন্য। আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেই ইউনিভার্সিটিতে শিক্ষিকার পদে নিয়োগ পাওয়ার কথা ছিল তার। তবে এখন জানা গেছে, আপাতত সেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন না তিনি।
তবে তার সঙ্গে ওয়াশিংটনের জর্জটাউন স্কুলেও অধ্যাপনার কাজ করবেন। জর্জটাউন ইনস্টিটিউটের অ্যাম্বাসেডর মেলানি ভারভির চলতি বছরের মে থেকেই অ্যাঞ্জেলিনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে রেখেছিলেন।
এত্ প্রসঙ্গে জোলি বলেন, ‘শিক্ষকতা পেশা আমি উপভোগ করি। ইচ্ছে আছে আবারও শিক্ষকতা শুরু করবো। এ বিষয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সাথে কথাও হয়েছে আমার। কিন্তু আমি দুঃখিত যে, তাদের দেওয়া সময় অনুযায়ী আমি শুরু করতে পারিনি। ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। তবে শিগগিরই আমি হয়তো যোগ দিতে পারবো।’