কোডিং সমস্যা সমাধানে আগ্রহী তরুণদের জন্য হ্যাকাথন প্রতিযোগিতা শুরু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। ‘বাংলালিংক এসডিজি হ্যাকাথন কোড ফর এ কজ’ নামের প্রতিযোগিতাটি শুরু হবে ২২ ডিসেম্বর। ২৪ ঘণ্টার এ হ্যাকাথনে অংশ নিতে ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–সংক্রান্ত আর্থসামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে প্রেনিউর ল্যাব ও জিডিজি ঢাকার সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করেছে বাংলালিংক।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩ সদস্যের দল গঠন করতে হবে এবং ৫টি এসডিজি ক্ষেত্র–সংক্রান্ত সমস্যার উদ্ভাবনী সমাধান করে অনলাইনে জমা দিতে হবে। আবেদনের লিংক https://sdghackathon.banglalink.net/
প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত দলগুলো সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। বিজয়ী দল পাবে বাংলালিংকের সঙ্গে পার্টনারশিপের সুযোগ।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, মেধাবী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাফল্যের সঙ্গে অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে।