প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বেলা ১২টার দিকে বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঈদকার্ড পৌঁছে দেন। সেখানে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সুবহান গোলাপ এই কার্ড গ্রহণ করেন।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, আবদুল আউয়াল খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।