সন্তানের সামনে স্বামীকে অপমান, স্ত্রীকে জরিমানা ৩০ হাজার ইউরো
সন্তানের সামনে সাবেক স্বামীকে অপমানসূচক কথা বলায় এক স্ত্রীকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে ইতালির একটি আদালত। পাশাপাশি এই ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য ওই স্ত্রীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশে ওই সন্তান এখন তার মায়ের হিফাজতে রয়েছে। তবে আদালত জানিয়েছে, মা যদি একই ভুল আবার করে তবে সন্তানকে পিতার হিফাজতে ফিরিয়ে দেওয়া হবে।
রোমের একটি বেসামরিক আদালত বলছে, ওই মহিলা সন্তানের সামনে সাবেক স্বামীর সাথে খারাপ ব্যবহার করে শিশু অধিকার আইন ভঙ্গ করেছেন। যার জন্য এই জরিমানা করা হয়েছে।
ইইউ’র শিশু অধিকার আইন অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পরও তাদের সন্তান উভয় পিতা-মাতার সাথে সম্পর্ক বজায় রাখতে পারে। এক্ষেত্রে পিতা-মাতা কোনোভাবেই বাঁধা হতে পারবে না।