সফটওয়্যার ব্যবহারের বৈধতা নিশ্চিত করতে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে তৈরি করা হয় অনন্য একটা প্রোডাক্ট কি। কেনা সফটওয়্যার ইনস্টল করার সময় এই ‘কি’ লিখে দিতে হয়। ধরুন, মাইক্রোসফট উইন্ডোজ বা অফিসের খুচরা কপি আপনি কিনেছেন। সে ক্ষেত্রে সিডি/ডিভিডির মোড়কের গায়ে পাঁচটা ভাগে মোট ২৫ অক্ষর-সংখ্যার (আলফা-নিউমেরিক) একটি প্রোডাক্ট কি লেখা থাকবে। আর যদি কম্পিউটারে আগে থেকেই উইন্ডোজের প্রোডাক্ট কি ইনস্টল করা থাকে, তাহলে কেসিংয়ের পেছন দিকে মাইক্রোসফটের প্রতীকসংবলিত লেবেলে তা লেখা থাকবে।
অবশ্য উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ডিজিটাল এনটাইটেলমেন্ট নামে নতুন ধরনের বৈধতা যাচাইয়ের পদ্ধতি চালু হয়েছে। যদি কেউ নিজের বৈধ উইন্ডোজ ৭ অথবা ৮.১ অপারেটিং সিস্টেম থেকে বিনা মূল্যে ইতিমধ্যে হালনাগাদ করে থাকেন, তবে ওই কম্পিউটারে উইন্ডোজ ১০ বৈধভাবে আজীবন ব্যবহার করা যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, প্রোডাক্ট হারালেও কোনো সমস্যা হবে না। এমনকি পরে ওই কম্পিউটারে সম্পূর্ণ নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরও উইন্ডোজের লাইসেন্স নিজে থেকেই সক্রিয় হয়ে যাবে।
সাধারণ কোনো উপায়ে যদি নিজের ইনস্টল করা উইন্ডোজ বা অফিস প্রোডাক্ট কি খুঁজে পাওয়া না যায়, তাহলে ম্যাজিক্যাল জেলি বিন কি ফাইন্ডার নামে একটি সফটওয়্যার ব্যবহার করে সেগুলো পাওয়া যাবে। প্রোগ্রামটি দ্রুততার সঙ্গে উইন্ডোজ কি, সেই সঙ্গে অন্যান্য প্রোডাক্টের কি খুঁজে পেতে সাহায্য করবে। এটি পাওয়া যাবে https://goo.gl/xr78yC ঠিকানায়। ইনস্টল করে চালুর পর এর বাঁয়ে সফটওয়্যারের নাম এবং সেটি নির্বাচিত করলে ডানে সিডি কি নামে প্রোডাক্ট কি পাওয়া যাবে।