গুগল ম্যাপসের হালকা সংস্করণ ম্যাপস গো নামে একটি অ্যাপ সবার জন্য উন্মুক্ত করেছে গুগল।
স্বল্পশক্তির স্মার্টফোনের র্যাম, ব্যাটারি ও মোবাইল ডেটার ওপর চাপ কমাতেই গুগলের গো সিরিজের অ্যাপটি পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছে।
গুগল ম্যাপস এর এই সংস্করণে মূল ম্যাপসের কিছু ফিচার বাদ পড়েছে। ম্যাপ সেইভ করে অফলাইনে ব্যবহার, অফলাইন ন্যাভিগেশন, ভয়েস কমান্ড ও লোকেশন হিস্টরি অপশনগুলো নেই।
অ্যাপটি ব্যবহারে খুব বেশি ডেটা খরচ হবে না। তবে ইন্টারনেট সংযোগ ছাড়া অ্যাপটি একেবারেই ব্যবহার করা যাবে না। ম্যাপস গো অ্যাপটি আদতে গুগল ম্যাপসের মোবাইল সাইটের একটি উইন্ডো, অর্থাৎ পূর্ণাঙ্গ অ্যাপ নয় বরং ওয়েব অ্যাপ।
ম্যাপস গো পেতে হলে তার পরীক্ষক হিসেবে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে এই লিঙ্কে গিয়ে সাইন আপ করতে হবে। রেজিস্ট্রেশনের কিছু সময় পর অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপটি ব্যবহার করতে হলে ফোনে নূন্যতম অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.১ জেলিবিন থাকতে হবে।
ম্যাপস গো অচিরেই সবার জন্য উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় বিশ্বের জন্য অ্যাপটিকে জনপ্রিয় করতে অফলাইন ম্যাপ ব্যবহারের সুবিধা যুক্ত করতে হবে বলে অভিমত দিয়েছেন ব্যবহারকারীরা।