ভবিষ্যৎ প্রজন্মের উড়ুক্কুযানের নকশা দেখিয়েছে উবার। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০১৯ কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো (সিইএস)-এ ভবিষ্যতের উড়ুক্কু ট্যাক্সির নকশা দেখানো হয়। আগের বছরের মে মাসেই উবার ঘোষণা করে ২০২৩ সালের মধ্যে একটি উড়ুক্কুযান আনার পরিকল্পনা রয়েছে তাদের; যা দেখতে হেলিকপ্টার ও বিশাল আকৃতির ড্রোনের মিশ্রণ হবে।
সোমবার লাস ভেগাসে উবারের অংশীদার প্রতিষ্ঠান উবার ইলেভেট নতুন এই যানের নকশা উন্মোচন করে। পুরোপুরি উল্লম্ব বা খাড়াভাবে ওঠানামা করতে পারবে এ উড়ুক্কুযানটি-। টেক্সট্রনের বেল বিভাগের এ নকশায় সমর্থন জানিয়ে উবারের পক্ষ থেকে বলা হয় ‘চাহিদামতো একটি উবার এয়ার নেটওয়ার্ক’ বানাতে এটি একটি বড় পদক্ষেপ। বাণিজ্যিক ও সেনাবাহিনীর জন্য উড়ুক্কুযান বানিয়ে থাকে বেল।
উবারের এ উড়ুক্কুযানকে বলা হচ্ছে বেল নেক্সাস। আকাশপথে সাশ্রয়ীভাবে যাতায়াতের জন্য এতে হাইব্রিড বৈদ্যুতিক প্রোপালশন ব্যবহার করা হবে। চার বছরে লস অ্যাঞ্জেলেস এবং ডালাসফোর্ট ওর্থ অঞ্চলে ‘উবার এয়ার’ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।