১১ই মে ছিল বিদ্যা সিনহা মিমের জন্য বিশেষ দিন। এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে তুলে দেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মিম। অভিনয় জীবনের এ প্রাপ্তিতে গত ১২ই জুন সন্ধ্যায় বিনোদন সাংবাদিক ও আলোকচিত্রীদের নিয়ে গুলশানে একটি ইফতার পার্টি দেন তিনি। মিম এ প্রসঙ্গে মানবজমিনকে বলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম সবাইকে এক করে একটি সেলিব্রেশন পার্টি দেবো। অবশেষে ১২ই জুন এটা সম্পন্ন করতে পারলাম। এ বছর আমার অভিনয় জীবনের সেরা অর্জন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। মূলত সে কারণেই এই আয়োজন। অনুষ্ঠানে আমার পুরস্কারের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি। সবাইকে একসঙ্গে দেখে আমার খুবই ভালো লেগেছে। এদিকে এবারের ঈদে বিদ্যা সিনহা মিমকে অন্য সব অভিনেতা-অভিনেত্রীর মতো অনেক চ্যানেলে দেখা যাবে না। শুধু আরটিভির জন্য একটি বিশেষ টেলিছবিতে সংগীতশিল্পী তাহসান খানের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এর নাম ‘সেই মেয়েটা’। এছাড়া বাংলাভিশনে দেখা যাবে আরেফিন শুভর সঙ্গে একটি অনুষ্ঠানে। সম্প্রতি তাহসান খানের সঙ্গে তিনটি আলাদা গল্প নিয়ে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিম বলেন, তাহসান ভাইসহ যে টেলিছবিতে অভিনয় করলাম, সেটা অনেকটা চলচ্চিত্রের মতো করে নির্মাণ করেছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। অনেক যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। সবাই পছন্দ করবেন বলে আশা করছি। আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে দর্শকরা এটি দেখতে পাবেন। এছাড়া আদনান আল রাজীবের নির্দেশনায় তাহসান ভাইয়ের সঙ্গে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের কাজটিও ভালো হয়েছে। এরই মধ্যে তিনটি গল্পের মধ্যে একটি অংশ সব চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এর আগে ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘ব্ল্যাক’, ‘সুইট হার্ট’ ছবিগুলোর মাধ্যমে দর্শক মহলে বেশ আলোচনায় আসেন মিম। কিছুদিন আগে এ অভিনেত্রী তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবিতে অভিনয় করেছেন। এ ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনা ও তানিয়া আহমেদের পরিচালনায় ‘ভালোবাসা এমনই হয়’ ছবির কাজ শেষ করেছেন সম্প্রতি। আর আজ থেকে শুরু করবেন নতুন আরেকটি ছবির কাজ। অনন্য মামুন পরিচালিত এ ছবির নাম ‘আমি তোমার হতে চাই’। ছবির কাহিনী লিখেছেন বিলিয়ান বিপ্লব, সংলাপ লিখেছেন সোমেশ্বর অলি ও অনন্য মামুন। এছাড়া কলকাতার অভিনেতা সোহমের বিপরীতে ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করার পর কামাল মো. কিবরিয়া লিপুর আরেকটি ছবিতে সাইন করেছেন তিনি। নতুন ছবিতে কাজ করার বিষয়ে মিম বলেন, আজ থেকে অনন্য মামুনের ছবিতে কাজ করছি। এতে আমার চরিত্রটি একটি সাধারণ মেয়ের। আমি খুব কম বা বেশি কাজ বুঝি না। আমি বড় বাজেটের ছবি
ছাড়া অভিনয় করতে চাই না। পাশাপাশি ছবির গল্পও হতে হবে খুব ভালো। আর ভারত-বাংলাদেশ মিলে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হলেও আমি দেশের ছবিতেই কাজ করতে বেশি আগ্রহী। কারণ, বাংলাদেশ আমার দেশ। যেহেতু যৌথ প্রযোজনার একটি ছবিতে এর আগে কাজ করেছেন, তাই সেখানকার অন্য কোনো প্রযোজনা সংস্থার ছবিতে মিম কি প্রস্তাব পেয়েছেন? এ প্রশ্নের উত্তরে তার জবাব, কলকাতা থেকে অনেক কাজের প্রস্তাব আমি পেয়েছি। তবে ভালো গল্পের পাশাপাশি বড় বাজেটের ছবি না থাকার কারণে করা হয়নি। ভালো কাজের জন্য অপেক্ষায় থাকি এখন। দায়িত্ব বেড়ে গেছে। এছাড়া আমি চাই না দর্শককে ঠকাতে।