মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা মাইক্রোসফট দাবি করেছে, তাদের সারফেস ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ৩৮ শতাংশ বেশি সারফেস ট্যাব বিক্রি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের প্রান্তিক আয় ২০ অক্টোবর প্রকাশ করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, তাদের সারফেস বুক ও সারফেস প্রো ৪ ট্যাব বিক্রি করে ৯২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার মুনাফা হয়েছে, যা গত বছরের এই সময় ছিল ৬৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আর্থিক হিসাব দিলেও কত ইউনিট ট্যাব বিক্রি হয়েছে, তা জানায়নি মাইক্রোসফট।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ট্যাবলেটের বাজারে অ্যাপলের আইপ্যাডের যে পরিমাণ জনপ্রিয়তা কমেছে, সেটাই ধরে ফেলেছে মাইক্রোসফট। গত জুলাই মাসে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছিল, আইপ্যাড বিক্রি থেকে তাদের মুনাফা ৭ দশমিক ৪ শতাংশ বাড়লেও ইউনিট হিসেবে বিক্রি ৯ শতাংশ কমেছে। শিগগিরই অ্যাপল তাদের চতুর্থ প্রান্তিকে আয় ঘোষণা করবে।
ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা আশা করছেন, এবারেও অ্যাপল ১ দশমিক ৩ শতাংশ মুনাফা বাড়ার ঘোষণা দেবে। তথ্যসূত্র: সিনেট।