৫ম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম (ফাইভ-জি) চালু না হতেই এরই মধ্যে সিক্স জি (সিক্সথ জেনারেশন) আনার ঘোষণা দিয়েছে চীন। তারাই বিশ্বের প্রথম সিক্স-জি চালু করবে বলে দাবি করছে চীন।
এ জন্য সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে চীন সরকার। চীনা সরকার আশা করছে তাদের দেশে ২০৩০ সালের শুরুতেই সিক্স-জি পরিষেবা চালু হবে।
চীনের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ফাইভ-জি প্রযুক্তির গবেষণা গ্রুপের প্রধান সু জিন বলেন, বেইজিং এ বছরই সিক্স-জি নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। মার্চে এ কাজ শুরু হয়। বিশ্বে প্রথম দেশ হিসেবে চীন এ কাজ শুরু করেছে।
সু বলেন, সিক্স-জি নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে কাজ শুরু হবে। আর ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে সিক্স-জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা আছে চীন সরকারের।
যদিও এখনও ফাইভ-জি ফোনই হাতে পায়নি বিশ্ববাসী। কিন্তু চীন বিশ্বকে এর পরের ধাপের কথা জানাচ্ছে। বিশেষজ্ঞরা আশা করছেন, ২০১৯ সালে বিশ্বে ফাইভ-জির ব্যবহার শুরু হয়ে যাবে।