যুক্তরাজ্যের মাইক্রোবিট ফাউন্ডেশনের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের কোডিং ও প্রগ্রামিং শেখানোর উদ্যোগ নিয়েছে কোড ক্লাব বাংলাদেশ ও ইউসেপ বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা খেলার ছলে ছোট মাইক্রোবিট ডিভাইসের সাহায্যে প্রগ্রামিংয়ের প্রাথমিক ধারণা পাবে।
মাইক্রোবিট নামের ছোট ডিভাইসটি দিয়ে শিশুরা নিজেদের মতো করে বিভিন্ন প্রকল্পভিত্তিক কোডিং করতে পারে। কোড ক্লাব বাংলাদেশের কান্ট্রি অপারেশনের প্রধান ফারহানা আক্তার চৌধুরী জানিয়েছেন, প্রতি সপ্তাহে মিরপুরের ইউসেপ বাংলাদেশের ল্যাবরেটরিতে এ প্রশিক্ষণ চলবে। সম্প্রতি সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় ‘ন্যাশনাল চিলড্রেনস কোডিং ফেস্ট ২০১৭’ যৌথভাবে আয়োজন করে কোড ক্লাব বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।