অভিজাত স্মার্টফোন নির্মাতা অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ৭ নিয়ে জোর গুজব চলছে বাজারে। নানা জনের নানা মতে বিভ্রান্ত হচ্ছেন আইফোনপ্রেমীরা।
আগেই শোনা গিয়েছিল নতুন আইফোনে থাকছে না ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। হেডফোনের জন্য এর বদলে ব্যবহৃত পারে ব্লু-টুথ প্রযুক্তি।
ফোনটি কবে নাগাদ বাজারে আসবে, তা নিয়েও বাজারে গুজবের শেষ নেই। এতদিন বলা হচ্ছিল আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটির ঘোষণা দেবে অ্যাপল। অন্যদিকে, কেউ কেউ বলছেন, ফোনটি বাজারে ছাড়তে এতদিন সময় নেবে না প্রতিষ্ঠানটি। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বাজারে আসতে পারে এটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৩টি পৃথক ডিজাইনে ফোনটি বাজারে আসতে পারে। আইফোন ৭, আইফোন ৭ প্লাস ও আইফোন ৭ প্লাস প্রো/প্রিমিয়াম। ফোনটিতে ব্যবহার করা হতে পারে পারে একসঙ্গে দুই লেন্সের রিয়ার ক্যামেরা।