উড্ডয়নের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানি স্পেসএক্সের নতুন মহাকাশযান ‘স্টারশিপ’। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বোকা চিকা গ্রামে স্পেসএক্সের লঞ্চ সাইটে প্রস্তুত করা হয়েছে রকেটটিকে। আর সেই ছবিই প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এলন মাস্ক।
ছবির এই স্পেসশিপটিকে ‘সাবঅরবিটাল ভার্টিক্যাল টেক-অফ’ টেস্টের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ তাকে মহাকাশের দিকে উৎক্ষেপণ করা হবে, তবে তা পৃথিবীকে ঘিরে একবার প্রদক্ষিণ করার আগেই অবতরণ করবে। পরবর্তী সময়ে ‘অরবিটাল’ ভ্রমণের জন্য তাকে প্রস্তুত করা হবে, তখন এই মহাকাশযান আরো লম্বা হবে, তার দেয়াল পুরু হবে ও এর নাক হবে মসৃণ। এই মহাকাশযানের অরবিটাল ধরনটি প্রস্তুত হতে পারে চলতি বছরের জুন মাস নাগাদ।
স্পেসএক্সের ভারী লঞ্চ ভেহিক্যালগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন হলো এই স্টারশিপ। আর নতুন এই যানটি বিগ ফ্যালকন রকেটের স্থান দখল করবে বলে ধারণা করা হচ্ছে। এই যানের নাম ‘স্টারশিপ’ রাখার কারণ হিসেবে রকেটটিকে চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।